শেরপুরের ধড়মোকাম গ্রামে আকবর সন্ন্যাসী হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত আটক

শেরপুরের ধড়মোকাম গ্রামে আকবর সন্ন্যাসী হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত আটক
শেরপুর জেলার ধড়মোকাম গ্রামে আকবর সন্ন্যাসী হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। দীর্ঘ তদন্ত ও অভিযান পরিচালনার পর শনিবার (২৩ মার্চ) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, আকবর সন্ন্যাসী গত সপ্তাহে নিখোঁজ হন এবং পরে স্থানীয় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দ্রুত বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেন। শেরপুর থানার ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। এ বিষয়ে শেরপুর পুলিশ সুপার বলেন, "আমরা দ্রুততম সময়ে তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে কাজ করছি।"
এখনো তদন্ত চলমান রয়েছে, এবং পুলিশ আশা করছে, শিগগিরই ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করা সম্ভব হবে